,

জামালপুরে স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’: যুবক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, জামালপুর: জামালপুরের মেলান্দহে স্কুলছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ায় মূল অভিযুক্ত তামিম আহম্মেদ স্বপনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।

ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধর ইউনিয়নের চরশশা গ্রাম থেকে শনিবার রাত ২টার দিকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান বলেন, ‘তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামির অবস্থান নিশ্চিত করে অভিযান চালানো হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন স্বপন।’

স্বপনকে মেলান্দহ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে স্কুলছাত্রী আশামনির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্বজনরা। তার মরদেহের পাশ থেকে দুটি চিরকুটও পাওয়া যায়।

পর দিন সকালে তামিম আহম্মেদ স্বপনকে গ্রেপ্তারের দাবিতে মেলান্দহ থানায় বিক্ষোভ করে স্থানীয়রা।

এ ঘটনায় ওই দিন দুপুরে আশামনির বাবা বাদী হয়ে মেলান্দহ থানায় আত্মহত্যা প্ররোচনার অভিযোগ এনে মামলা করেন।

নিহতের পরিবারের দাবি, স্কুলে যাতায়াতের সময় আশামনিকে উত্ত্যক্তসহ বাজে মন্তব্য করতেন স্বপন। এর জেরেই আত্মহত্যা করে আশামনি।

স্থানীয় মালঞ্চ এম এ গফুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ত আশামনি।

তার বাবা আবু সাঈদ বলেন, ‘বৃহস্পতিবার সকালে স্কুলে চলে যায় তার মেয়ে। বেলা সাড়ে ৩টার দিকে বাড়িতে এসে তার কক্ষে গিয়ে শুয়ে পড়ে। সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে ডাকতে গিয়ে তার মা দেখতে পান, বাঁশের ধর্নার সঙ্গে গলায় ওড়না লাগিয়ে মেয়েটি ঝুলে আছে।

‘পরে স্বজনদের চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে তাকে। মেলান্দহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বলেন, ‘আমরা শুনেছি র‌্যাব আসামিকে গ্রেপ্তার করেছে। র‌্যাব আমাদের কাছে আসামিকে হস্তান্তর করলে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কাল তাকে আদালতে তোলা হবে।’

এই বিভাগের আরও খবর