,

রাতের আঁধারে মন্দিরের প্রতিমা ভাংচুর

জেলা প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরে রাতের আধারে  মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

গতকাল শনিবার (৫ মার্চ) রাত সাড়ে আটটার দিকে পৌরসভার ৪ নং ওয়ার্ডের দিকনগর গ্রামে এ ঘটনা ঘটে।

দিকনগর গ্রামের বাসিন্দা সঞ্জয় সাহা জানান, রাত সাড়ে আটটার দিকে দিকনগর গ্রামের বাসিন্দা গোবিন্দ সাহার বাড়ির উপর অবস্থিত মহাদেবের মন্দিরের মহাদেবের মূর্তি ভাঙচুর করে দুর্বৃত্তরা।

তিনি আরো জানান, রাতে হঠাৎ শব্দ পেয়ে ঘর থেকে লোকজন বের হয়ে দেখতে পায় মহাদেবের মূর্তির মাথার একাংশ ভাঙ্গা রয়েছে। বিষয়টি সাথে সাথেই থানা পুলিশকে জানানো হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল জানান, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের খুঁজে বের করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। আশা করছি দুর্বৃত্তরা দ্রুতই গ্রেফতার হবে।

এই বিভাগের আরও খবর