,

ভাটিয়াপাড়া ‘স্কুলের সভাপতি’ হলেন শেখ মাহাবুব

নবনির্বাচিত সভাপতি শেখ মাহাবুব রহমান

কাশিয়ানী প্রতিনিধি: তৃতীয়বারের মতো গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ মাহাবুব রহমান।

রোববার (৬ মার্চ) দুপুরে স্কুল মিলনায়নে অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধি সদস্য, দাতা সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যের সর্বসম্মতিক্রমে তাঁকে এ সভাপতি নির্বাচিত করা হয়।

সভায় প্রিসাইডিং দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাফুজা বেগম।

অন্যান্য পদের বিজয়ীরা হলেন-অভিভাবক সদস্য মো. জাহিদুর রহমান, শাহজাহান, সোহেল রানা, রঞ্জু শেখ, সংরক্ষিত মহিলা সদস্য ফাতেমা বেগম, শিক্ষক প্রতিনিধি সদস্য শেখ মনিরুল ইসলাম, নাহিদা সুলতানা ও সংরক্ষিত শিক্ষক প্রতিনিধি সালমা সুলতানা।

 

 

এই বিভাগের আরও খবর