বিডিনিউজ ১০ ডটকম: সাপ্তাহিক সাম্প্রতিক দেশকালের নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার রাজধানীর উত্তরায় রেডিয়েন্ট সেন্টার ফর প্রফেশনালস্ (আরসিসি) ভবনে আলোচনা সভাসহ নানা আয়োজনে উদযাপিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী।
এ সময় সাম্প্রতিক দেশকালের প্রয়াত উপদেষ্টা ভাষা সৈনিক জাহিদ হোসেন মুসার স্মরণে তথ্যচিত্র উপস্থাপনা ও মোনাজাত করা হয়।
সহকারী সম্পাদক নাসরিন আখতারের সঞ্চালনায় ও সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী, দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম, বিজ্ঞান বক্তা আসিফ, লেখক রাজনৈতিক বিশ্লেষক গৌতম দাশ, গবেষক ও অনুবাদক মুহাম্মদ তানিম নওশাদ, সাংবাদিক হামিম কবির এবং জাকারিয়া পলাশ।
সাম্প্রতিক দেশকাল সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ বলেন, গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আমরা ভিন্ন চিন্তা তুলে ধরতে কাজ করছি। প্রচার সংখ্যায় সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল দেশের শীর্ষ অবস্থান ধরে রেখেছে। পাঠকই আমাদের শক্তি। আমরা মানুষের কথা বলছি। ভবিষ্যতেও বাধা বিপত্তি ডিঙ্গিয়ে জনমানুষের অধিকারের কথা তুলে ধরবো।