,

কাশিয়ানীতে ‘মহিলা কর্মীদের’ মাঝে চেক বিতরণ

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো প্রকল্প অধীনে এক বছর মেয়াদী বৃক্ষ পরিচর্যা কাজে নিয়োজিত দু:স্থ মহিলাদের সঞ্চিত অর্থের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) উপজেলা হল রুমে এ চেক বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মো. এহসানূল হক।

কাশিয়ানী উপজেলা প্রকৌশল অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়, উপজেলা সহকারি প্রকৌশলী অনিক চৌধুরী প্রমুখ।

এই বিভাগের আরও খবর