জেলা প্রতিনিধি, টাঙ্গাইল: ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জীবনের শেষ ভোট দিলেন টাঙ্গাইলের গোপালপুরের সখিনা বেওয়া। ভোট দিয়ে বাড়ি ফেরার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
উপজেলার আলমনগর ইউনিয়নের আলমনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মহিলা বুথে সখিনা বেওয়া তার ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি আলমনগর গ্রামের মৃত বছির উদ্দিনের স্ত্রী। এই বয়সে নাতনির সহযোগিতায় জীবনের শেষ ভোট দিতে এসেছিলেন তিনি।
সখিনা বেওয়ার ছেলে মজিবর রহমান জানান, আম্মার বয়স ১০০ বছর ছাড়িয়েছে। বয়সের ভারে ন্যুব্জ আম্মা জীবনের শেষ ভোট দিলেন। একা চলতে পারেন না। তাই নাতনির সহযোগিতায় ভ্যানগাড়িতে তাকে কেন্দ্রে আনা হয়েছিল।
নাতনি হালিমা জানান, ভ্যানগাড়িতে করে দাদিকে কেন্দ্রে নিয়ে এসেছি ভোট দেওয়ার জন্য। ভোট দিতে কোনো সমস্যা হয়নি। অনেকের আঙুলের ছাপ না মিললেও দাদি মেশিনে আঙুল দেওয়ার সঙ্গে সঙ্গে মিলে গেছে। জীবনের শেষ ভোট দিয়েছেন তিনি।