কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ফরিদপুরের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকালে উপজেলার বরাশুর গ্রামে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানিসম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্পের (২য়পর্যায়)’র আওতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের কারিগরি সহযোগিতায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলিশ পানি ব্যবস্থা দলের সভাপতি মো. সিরাজুল ইসলাম হারুন কাজী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সন্জয় কুমার কুন্ডু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি বিশেষজ্ঞ ড. মো. আবুল হাশেম, উপ সহকারী কৃষি কর্মকর্তা সজল ইমরান, পাউবোর সিনিয়র ফ্যাসিলিটেটর ইকবাল হাবিব প্রমুখ। পরে কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় বক্তারা উন্নত জাতের বিনা ধান-৯০ চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধকরণ ও ফসলের বিভিন্ন রোগবালাই ও প্রতিরোধের বিষয়ে সচেতনতা বাড়াতে বক্তব্য রাখেন।