কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ১৪টি ইউনিয়নে ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলে। উপজেলার ৭টি ইউনিয়নে দলীয় প্রতীক ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাকি ৭টি ইউনিয়নে দলীয় প্রতীকে নির্বাচন হয়েছে। দলীয় প্রতীকের ৭টি ইউনিয়নের ৫টিতেই স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীর জয় হয়েছে।
মহেশপুর ইউনিয়নে সরকার দলীয় প্রার্থী লুৎফর রহমান মিয়া (নৌকা) ৪৬৩৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্রপ্রার্থী আবুল বশার মোল্যা (আনারস) পেয়েছেন ৩৮৪৪ ভোট।
পারুলিয়া ইউনিয়নে শফিকুল ইসলাম শাওন বিদ্রোহী প্রার্থী (মটর সাইকেল) ২২৪২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিল্লাল হোসেন স্বতন্ত্রপ্রার্থী (টেলিফোন) পেয়েছেন ১৬৪২ ভোট।
মাহমুদপুর ইউনিয়নে এনামুল হক মিরাজ স্বতন্ত্র প্রার্থী (চশমা) ১৫১৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মোস্তাক আলী মিলন স্বতন্ত্রপ্রার্থী (অটোরিক্সা) পেয়েছেন ১৪৩৫ ভোট।
সাজাইল ইউনিয়নে মো. মাহাবুবুল আলম বিদ্রোহী প্রার্থী (মটরসাইকেল) ৬৬১২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী সরকার দলীয় প্রার্থী কাজী জাহাঙ্গীর আলম (নৌকা) পেয়েছেন ৪৩১০ ভোট।
কাশিয়ানী ইউনিয়নে মোহাম্মাদ আলী খোকন স্বতন্ত্র প্রার্থী (আনারস) ৯০৬৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী সরকার দলীয় প্রার্থী মো. মশিউর রহমান খান (নৌকা) পেয়েছেন ৫৩৬৯ ভোট।
রাজপাট ইউনিয়নে সরকার দলীয় প্রার্থী মিল্টন মিয়া (নৌকা) ৪৩২৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী সাইফুল সরদার স্বতন্ত্র প্রার্থী (টেলিফোন) পেয়েছেন ২২৯৯ ভোট।
রাতইল ইউনিয়নে একটি কেন্দ্রের নির্বাচন স্থগিত রয়েছে। তবে সরকার দলীয় প্রার্থী বিএম হারুন অর রশিদ পিনুর (নৌকা) চেয়ে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আঞ্জুরুল ইসলাম (আনারস)।
এছাড়া বাকি ৭টি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা-ফুকরা ইউনিয়নে শাহ ইশতিয়াক পটু (অটোরিক্সা), ওড়াকান্দিতে বদরুল আলম বিটুল (মটরসাইকেল), হাতিয়াড়ায় দেবদুলাল বিশ্বাস (চশমা) সিংগায় রথীন্দ্র নাথ বিশ্বাস (মটরসাইকেল), বেথুড়ীতে ইমরুল হাসান মিয়া (চশমা), পুইশুরে কামরুল ইসলাম (টেলিফোন) ও নিজামকান্দিতে কাজী নওশের আলী (টেলিফোন)।