কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে পরিবার-পরিকল্পনা মা-শিশু স্বাস্থ্য সেবা সংক্রান্ত ধর্মীয় নেতৃবৃন্দ ও মসজিদ কমিটির সদস্যদের সমন্বয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (৪ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রামের আয়োজনে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর।
গোপালগঞ্জ পরিবার পরিকল্পনার উপ-পরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ পরিবার পরিকল্পনার সহকারি পরিচালক আলিফ নুর, সহকারী পরিচালক সিসি ডা. এবিএম মনিরুজ্জামান, কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তাপস বিশ^াস, গোপালগঞ্জের এমসিএইচএফপির মেডিকেল অফিসার ডা. শুভ্রদেব হীরা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। এছাড়া উপজেলার বিভিন্ন মসজিদের সভাপতি, সাধারণ সম্পাদক ও ইমামরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত জুন মাসের ২৪ তারিখে অবহিতকরণ এ কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে পরবর্তীতে এ তারিখ নির্ধারণ করা হয়।