জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: ঈদুল আজহা উপলক্ষে বৃদ্ধাশ্রমে আশ্রয়িত অসহায় বাবা-মাদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে পথশিশু সেবা সংগঠন।
শনিবার (১৭ জুলাই) দুপুরে কাশিয়ানী উপজেলার হাইশুর বৃদ্ধাশ্রমে অসহায় বাবা-মাদের হাতে নতুন শাড়ি, লুঙ্গি ও ফতুয়া তুলে দেন সংগঠনের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফারজানা আক্তার খুশি, হাইশুর বৃদ্ধাশ্রমের সেবক আশুতোষ বিশ্বাস প্রমুখ।
ফারজানা আক্তার খুশি বলেন, ‘গত ৫ বছর ধরে পথশিশু ও অসহায় মানুষের জন্য কাজ করছে সংগঠনটি। বিভিন্ন উৎসব ও দূর্যোগকালীন সময়ে মানুষের পাশে থাকছি আমরা।’