জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: সিলেট থেকে ট্রেনে চট্টগ্রাম বাবার কাছে যাওয়ার পথে হারিয়ে যাওয়া শিশু তানভীর আহমেদ সাব্বিরকে (১০) উদ্ধার করে তার বাবার কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
গত মঙ্গলবার (১৫ জুন) মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাহাড়া গ্রাম থেকে ওই শিশুটিকে উদ্ধার করা হয়।
শিশু তানভির মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার তেলিআবদা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
গোপালগঞ্জের মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খন্দকার মো. আমিনুর রহমান জানান, শিশুটির বাবা চট্টগ্রামে কাঁচামালের ব্যবসা করেন। শিশু তানভির সিলেট থেকে ট্রেনে চট্টগ্রাম তার বাবার কাছে যাওয়ার পথে ভুলে ঢাকার ট্রেনে উঠে পড়ে। পরে এক লোক শিশুটিকে ঢাকা থেকে গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ে আসে। শিশুটি কান্নাকাটি করলে ওই ব্যক্তি তাকে ফেলে রেখে পালিয়ে যান। পরে ওই এলাকায় শিশুটিকে কান্না করতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে শিশুর তথ্য অনুযায়ী বিভিন্ন মাধ্যমে শিশুর বাবার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। খবর পেয়ে শিশু বাবা মুকসুদপুর থানায় এসে তার সন্তানকে শনাক্ত করে। বুধবার (১৬ জুন) দুপুরে শিশু তানভীরকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়।
এ সময় মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) খন্দকার মো. আমিনুর রহমান, সেকেন্ড অফিসার সাইফুল ইসলামসহ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পাওয়ার আনন্দে কান্নায় ভেঙে পড়েন বাবা মান্নান। হারিয়ে যাওয়া সন্তানকে উদ্ধার করে ফিরিয়ে দেওয়ায় পুলিশ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।