জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষন কেন্দ্রের নবনিযুক্ত রেক্টর (সরকারের সচিব) মো. মনজুর হোসেন।
বুধবার (৯জুন) দুপুরে তিনি জাতির পিতার সমাধি-সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধু সহ ৭৫’র ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি। এরপর নবনিযুক্ত রেক্টর মো. মনজুর হোসেন বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলামসহ বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষন কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।