,

কাশিয়ানীর হেলাল হত্যা মামলার ৭ আসামী গ্রেফতার

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত শরিফুল ইসলাম হেলাল হত্যা মামলার সাত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার ২৪ ঘন্টার মধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কাশিয়ানী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মালা বেগম (৫০), শহিদুল তালুকদার (৪৮), মোসাঃ রিমা বেগম (৩০), তরিকুল কাজি ওরফে রিমন (৩০), আয়ুব সজিব মৃধা (২৭), মোসাঃ ইভা বেগম (২৬) ও আবু কালাম। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ১৭ মে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাশিয়ানী উপজেলার হিরোণ্যকান্দি গ্রামের শরিফুল ইসলাম হেলাল প্রতিপক্ষের লোকজনের হাতে নৃশংসভাবে খুন হন। ঘটনার পরের দিন মঙ্গলবার (১৮ মে) নিহতের ভাই মো. খায়রুল আলম শামীম বাদী হয়ে কাশিয়ানী থানায় ২২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এই বিভাগের আরও খবর