মুকসুদপুর প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মুকসুদপুর ফিলিং স্টেশনের সামনে হতে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ব্যবসায়ী ওবায়দুল মৃধাকে আটক করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার দুপুরে মুকসুদপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর ফিলিং স্টেশন নামকস্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে সংগীয় ফোর্স নিয়ে ১০০পিচ ইয়াবাসহ ওবায়দুল মৃধাকে আটক করে।
সে মুকসুদপুর পৌরসভাধীন টেংরাখোলা গ্রামের মৃত কোবাদ মৃধার ছেলে।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, আটককৃতর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।