কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত এ কমিটিতে মাসুম হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক ১ নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩মে) উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন ও সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
মাসুম হোসেনকে ইউনিয়ন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক ১ নির্বাচিত করায় সন্তোষ প্রকাশ ও উপজেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
মাসুম হোসেন বলেন, ‘আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাব। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২০ বাস্তবায়নে যথাযথ ভূমিকা রাখব।’