নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কাশিয়ানী উপজেলাবাসী তথা সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্ষীয়ান নেতা বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন।
করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সকলকে ঈদ উদযাপনের আহ্বান জানান। ঈদে তিনি উপজেলাবাসী ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
উপজেলা আওয়ামী লীগের পক্ষে তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন,‘ দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর। করোনাভাইরাস মহামারীর এই দুঃসময়ে ঈদুল ফিতর আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। আসুন, সংযম ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি।
তাই প্রিয় কাশিয়ানী উপজেলাবাসী তথা সকলকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা। ‘ঈদ মোবারক।’