,

নরসিংদীতে নলকূপে উঠছে না পানি

জেলা প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীতে বেশিরভাগ বাসা বাড়ির সেচপাম্প ও নলকূপে পানি উঠছে না। কোথাও কোথাও গভীর নলকূপেও তোলা যাচ্ছে না পানি। এতে চরম দুর্ভোগে পড়েছেন শহরের বাসিন্দারা।
নরসিংদী জেলায় সাধারণত পানির স্তর গড়ে ২২ থেকে ২৮ ফুট গভীরে। গ্রীষ্মকালে এই স্তর থাকে ২৮ থেকে ৩৫ ফুট। কিন্তু প্রায় এক যুগ ধরে পরিবেশগত নানা কারণে জেলা শহর ও শিল্পাঞ্চলে পানির স্তর অস্বাভাবিকভাবে নীচে নেমে গেছে।  বেশিরভাগ এলাকার অগভীর নলকূপে পানি উঠা প্রায় বন্ধ হয়ে গেছে।

ফলে পৌর শহর, শিল্প শহর মাধবদী, পাঁচদোনা, পলাশ উপজেলার ঘোড়াশাল ও এর আশেপাশের এলাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। অনেকে দূরদূরান্ত থেকে খাবার পানি সংগ্রহ করছেন।

ভুক্তভোগীরা বলেন, এলাকার মধ্যে কোন টিউবয়েলে পানি নাই। আগে ৫০০ লিটারের একটি পানির ট্যাঙ্ক পূরণ করতে ১৫ মিনিটের মতো সময় লাগতো কিন্তু এখন সময় লাগে  প্রায় এক থেকে দেড় ঘন্টা।

বাধ্য হয়ে অনেকে প্রয়োজনীয় কাজে ব্যবহার করছেন পুকুর কিংবা ডোবা নালার পানি। সমস্যার সমাধানে আরো গভীর নলকূপ স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান ভুক্তভোগীরা।

সংকট সমাধানে গভীর নলকূপ স্থাপনের কথা জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

নরসিংদীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী সরদার সামসুল ইসলাম বলেন, ‘বর্তমানে হ্যান্ড টিউবয়েলের পরিবর্তে আমরা সাবমার্সেল পাম্প নলকূপের ব্যবস্থা করছি। এতে করে পানির লেভেল ৪০ ফুট নিচে নামলেও সেখান থেকে পানি তোরা সম্ভব হবে।’

এই বিভাগের আরও খবর