কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: করোনা পরিস্থিতিতে সংকট মোকাবেলায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের ৫ শতাধিক দুঃস্থ পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৬মে) সকাল ১০টায় উপজেলার হাতিয়াড়া ইউনিয়ন পরিষদ ভবনে ইউপি চেয়ারম্যান দেবদুলাল বিশ্বাস এ নগদ সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বলাই চাঁদ দে, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনমথ পাঠক, সাধারণ সম্পাদক মো. বাদশা মোল্যা, ইউপি সদস্য মো. সাবু মোল্যা, মহিলা ইউপি সদস্য শিখা ঢালী, নার্গিস বেগম, সাকায়েত হোসেন মোল্যা, আওলাদ মোল্যা, শহীদ মোল্যা, রমনী মন্ডল প্রমুখ।
হাতিয়াড়া ইউনিয়নের ৫’শত নারী-পুরুষের প্রত্যেককে নগদ ৫০০ টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।
ইউপি চেয়ারম্যান দেবদুলাল বিশ্বাস বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নগদ উপহার ইউনিয়নের ৫০০ অসহায় দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। আমি শেখ ফজলুল করিম সেলিম ভাইয়ের দিকনির্দেশনায় এই আর্থিক সহায়তা স্বচ্ছ ও যথোপযুক্ত লোকের মাঝে যথাযথভাবে বিতরণ করতে পেরে আনন্দিত।
এছাড়া করোনাকালে গরীব, দুস্থ পরিবারের মাঝে বিভিন্ন অনুদান ও সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।