কাশিয়ানী প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে ঢেউটিন বিতরণ করেছেন এলাকার যুব সমাজ ও সাবেক ইউপি সদস্য জাকির হোসেন।
সোমবার (২৬ এপ্রিল) বেলা ১১ টায় কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্রনাথ রায় উপস্থিত থেকে এ টিন বিতরণ করেন।
বসতঘর পুন:নির্মাণের জন্য আটটি ক্ষতিগ্রস্থ পরিবারের প্রত্যেককে চার বান করে ঢেউটিন দেয়া হয়।
এ সময় কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান খান, সাবেক ইউপি সদস্য জাকির হোসেন, আবিয়ার কাজীসহ এলাকার যুব সমাজ ও গণ্যমান ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল ওই গ্রামের কোন এক রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে ৮টি পরিবারের বসত, রান্না ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌছে এলাকাবাসী সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।