-
- ঢাকা, দেশজুড়ে
- গোপালগঞ্জে গৃহবধূ গণধর্ষণের আসামী গ্রেপ্তার
গোপালগঞ্জে গৃহবধূ গণধর্ষণের আসামী গ্রেপ্তার
- নিউজ ডেস্ক
- প্রকাশের সময় April, 22, 2021, 5:19 am
নিজস্ব প্রতিবেদক: করোনার সময়ে শক্তি দেখিয়ে ধর্ষণের ঘটনা বেড়েছে বলে জানিয়েছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি মোঃ ইমাম হোসেন।
বুধবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে এক ধর্ষণ মামলার ধর্ষককে গ্রেপ্তার ঘটনায় আয়োজিত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
তিনি বলেন, গোপালগঞ্জে গৃহবধূ গণধর্ষণের আসামীকে গ্রেপ্তার করেছে সিআইডি। গত ৪ এপ্রিল সন্ধ্যায় গোপালগঞ্জের মোকসুদপুরের কদমপুর গ্রামের তিন জন আসামী হেমায়েত শেখ, মোঃ ইয়াছিন মোল্যা ও বশির শেখ ফাঁকা বাড়িতে প্রবেশ করে।
ঘরের সামনে থেকে মেয়েলি কণ্ঠে ডাক দিয়ে সুকৌশলে দরজা খুলে ভিতরে প্রবেশ করে এবং দেশীয় অস্ত্রের ভয়-ভীতি দেখিয়ে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে।
এ সময় ধর্ষকরা গৃহবধূর কাছ থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন ও ঘরে থাকা নগদ ৯ হাজার টাকা নিয়ে যায়। পরে ইয়াছিন মোল্যাকে নজিপুর নওগাঁ এলাকা হতে গ্রেপ্তার করে।
এই বিভাগের আরও খবর