জেলা প্রতিনিধি, বাগেরহাট: বঙ্গবন্ধুর জন্মদিন শিশুর হৃদয় হোক রঙিন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১। বুধবার দিবসটির সূচনায় বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করে ফুলেল শ্রদ্ধা জানান সকলে।
উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু, নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, থানার ওসি মো. মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, ফাহিমা ছাবুল, জেলা পরিষদ সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার লিনা এসময় উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে র্যালি, কেক কাটা, আলোচনা সভা, আলোকসজ্জা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উপজেলার সকল সরকারি কর্মকর্তা, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডাররা, বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংবাদকর্মীরা এসকল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।