,

বেথুড়ী ইউপি নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী খায়েরুজ্জামান

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়ন থেকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. খায়েরুজ্জামান (খায়ের)।

বুধবার সন্ধ্যায় নিজ বাসভবনে এক মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের এ বিষয় নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমি বাল্যকাল থেকে রাজনীতির সাথে জড়িত। দীর্ঘ প্রায় ৩৮ বছর ধরে ছাত্র রাজনীতি ও আওয়ামী লীগ রাজনীতি করে আসছি। স্বৈরাচারী এরশাদ সরকারের দুঃশাসনামলে এবং ৯৬ সালে শেখ ফজলুল করিম সেলিম ভাইয়ের নির্দেশে বিএনপি সরকারের ভোট ডাকাতির বিরুদ্ধে রুখে দাঁড়াই। ভোট ডাকাতির অপচেষ্টা পন্ড করে দেই। এছাড়া ওয়ান ইলেভেনসহ বিভিন্ন সময় দলের দুর্দিনে পাশে থেকেছি। যার জন্য আমি নানা ধরণের হামলা-নির্যাতন ও হয়রানীর শিকার হয়েছি। তাই আমি শতভাগ নিশ্চিত দল আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেবে।’

মো. খায়েরুজ্জামান ইউনিয়নবাসীকে উদ্দেশ্য করে আরো বলেন, ‘আমি নৌকা প্রতীক নিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে অংশীদার হতে চাই। আমি অবহেলিত বেথুড়ী ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। নির্বাচিত হয়ে রাস্তা-ঘাট, হাট-বাজার, স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসাসহ ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করতে চাই। এছাড়া বাল্যবিবাহ, মাদক, জঙ্গী, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত একটি ইউনিয়ন গড়ে তুলবো।’

তিনি বেথুড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হতে চান এবং সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এই বিভাগের আরও খবর