গোপালগঞ্জ প্রতিনিধি: সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ,ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গোপালগঞ্জ সমাজসেবা অধিদপ্তর আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের মহা-পরিচালক শেখ রফিকুল ইসলাম।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ৫ জেলার কর্মকর্তাদের বক্তব্য শোনেন।
পরে তিনি সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম আরো গতিশীল ও গণমুখী করার নির্দেশ দেন। এ মতবিনিময় সভায় গোপালগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপরিচালক তাপস ফলিয়াসহ ৫ জেলার কর্মকর্তারা বক্তব্য রাখেন।