গোপালগঞ্জ প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করেছে গোপালগঞ্জ সোস্যাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন।
মঙ্গলবার বিকেলে সরকারি বঙ্গবন্ধু কলেজের শিক্ষক মিলনায়তনে সংগঠনের সভাপতি আইটি বিশেষজ্ঞ কাজী হারুন অর রশীদ মিরনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ পলাশ কুমার বিশ্বাস, ব্যবস্থাপনা পরিচালক এ্যাড. উৎপল দাস, সমাজকল্যাণ সার্বিক বিভাগের পরিচালক এস.এম নিয়ামতে খোদা, সংগঠনের আজীবন সদস্য ও বাড়তি ওষুধে নতুন জীবন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ শরিফুল ইসলাম খান বক্তব্য রাখেন ।
আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধা কাজী আবদুর রশীদ এমপি স্কুল দাবা ও বেগম মমতাজ সালাম চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
পরে মুকসুদপুর উপজেলায় বাড়তি ওষুধে নতুন জীবন কর্মসূচী সম্প্রসারণের আওতায় ওষুধ কালেকশনের বক্স ও ওষুধ প্রদান করা হয়।