কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে আরিফ শেখ (২৫) নামে এক যুবককে রড দিয়ে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার শংকরপাশা এলাকায় এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় নুর ইসলাম শেখ নামে এক যুবককে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
আরিফ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লংকারচর গ্রামের কৌতুক শেখের ছেলে।
আহত আরিফ শেখ জানান, লোহাগড়া উপজেলার সদর থেকে মোটরসাইকেল যোগে নিজ গ্রাম লংকারচরে যাওয়ার পথে শংকরপাশা এলাকার ইয়াছিন মুন্সীর মুদি দোকানের কাছে পৌছালে পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার সুফিয়ানের নেতৃত্বে ১০/১২ জন যুবক লোহার রড ও লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। পরে স্থানীয়রা এসে আরিফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এবং পুলিশকে খবর দেয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরিফকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তবে মাদক বেচাকেনা নিয়ে দ্বন্দকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
কাশিয়ানী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গণেশ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে এক যুবককে আটক করা হয়েছে। তবে ঘটনার কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।