,

মুজিব বর্ষে গোপালগঞ্জে ৩৭৫০ কৃষক পেল বীজ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে মুজিব বর্ষ উপলক্ষ্যে ৩ হাজার ৭৫০ জন কৃষকের মধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত উচ্চ ফলনশীল গম, মসুর, খেসারী, ছোলা, সরিষা, তিল সহ রবি ফসলের বীজ বিতরণ করেছে।

রোববার প্রধান অতিথি প্রকল্পপরিচালক ড. এমএম কামরুজ্জামান কৃষকদের হাতে এসব বীজ তুলে দেন।

এর আগে গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্র, বিএআরআই এসব ফসল বপন পূর্বক কৃষক প্রশিক্ষণের আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ কৃষিগবেষণা কেন্দ্র, বিএআরআই প্রকল্প পরিচালক ড. এমএম কামরুজ্জামান।

অন্যান্যের মধ্যে উপ প্রকল্প পরিচালক ড. মোঃ হারুন অর রশিদ, জেলা কৃষি সম্প্রসারণের প্রশিক্ষণ কর্মকর্তা আব্দুল কাদের সরদার, কৃষি গবেষণার উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোশারফ হোসেন ও মোঃ মহসীন হাওলাদার কৃষক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন।

প্রকল্প পরিচালক এমএম কামরুজ্জামান জানান, মুজিব বর্ষ উপলক্ষ্যে এসব বীজ দিয়ে জেলার ৫ উপজেলার ৩৭৫০ বিঘা জমিতে বারি উদ্ভাবিত উচ্চ ফলনশীল রবি ফসলের প্রদর্শনী প্লাট করবে কৃষক। এ জন্য কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়া চাষাবাদে সহায়তা করতে এসব কৃষককে বিনামূল্যে সার ও ছত্রাকনাশক প্রদান করা হবে। এতে কৃষি উৎপাদন বাড়বে ও কৃষক স্বাবলম্বী হবে। এর মধ্যদিয়ে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ হবে।

এই বিভাগের আরও খবর