বিডিনিউজ ১০, তথ্য ও প্রযুক্তি: ২০০৫ সালের ৮ ফেব্রুয়ারি গুগল ম্যাপস চালু হয়েছিল। এ হিসেবে ২ দিন পরেই অ্যাপটি ১৫ বছরে পা দিবে।
এ উপলক্ষ্যে গুগল ম্যাপস বদলে ফেলছে তাদের ইউজার ইন্টারফেস। একই সঙ্গে অ্যাপের আইকনও বদলে যাচ্ছে। এখন থেকে অ্যাপটির আইকনের পেছনে দেখা যাবে পিনের ছবি।
পরিবর্তন আসছে এক্সপ্লোর, কমিউট ও ফর ইউ ট্যাবগুলোতেও। আর নতুনভাবে সেভড, কন্ট্রিবিউট ও আপডেটস নামের তিনটি অ্যাপ যুক্ত হচ্ছে। তাহলে ট্যাবের সংখ্যা সব মিলিয়ে হবে ৫টি।
অ্যাপটিতে নতুন কিছু ফিচারও যোগ হবে। যেমন- যানবাহনে তাপমাত্রা কত তা জানা যাবে। এছাড়াও অ্যানিমেল গাইড যুক্ত হচ্ছে গুগল ম্যাপসে। এআরভিত্তিক থ্রিডি ভিজ্যুয়াল ডাইরেকশন ফিচারটিতে পথ দেখানোতে একটি কুকর সাহায্য করবে। সেখানে গন্তব্য নির্দিষ্ট করার পর কুকুরটি ডানে, বামে বা সোজা গিয়ে পথ দেখাবে।
উল্লেখ্য, গুগল ম্যাপে অ্যানিমেল গাইড সুবিধা যুক্ত করার কথা ২০১৮ সালের মে মাসে অনুষ্ঠিত ডেভেলপার কনফারেন্সে ঘোষণা দেয় গুগল।