,

পদ্মা সেতুর ২০তম স্প্যান বসছে সোমবার

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসে পদ্মা সেতুতে বসেছে দুটি স্প্যান। এ বছর এখন পর্যন্ত জাজিরা ও মাওয়া প্রান্তে পদ্মা সেতুতে বসেছে ১৩টি স্প্যান। মোট ১৯টি স্প্যানে দৃশ্যমান হয়েছে পদ্মা সেতুর ২ হাজার ৮৫০ মিটার। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সোমবার (৩০ ডিসেম্বর) বসতে যাচ্ছে পদ্মা সেতুর ২০তম স্প্যান। এই স্প্যানটি বসলে ডিসেম্বর মাসে সেতুর মোট ৩টি স্প্যান বসানোর কাজ শেষ হবে। সেই সঙ্গে পদ্মা সেতুর তিন কিলোমিটার দৃশ্যমান হবে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এই প্রকৌশলী জানান, সেতুর ২০তম স্প্যান বসানোর শিডিউল রয়েছে ৩০ ডিসেম্বর। তবে দু-একদিন এদিক সেদিক হতে পারে। এখন থেকে প্রত্যেক মাসে অন্তত তিনটি করে স্প্যান বসানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই শিডিউল মেনে যদি স্প্যান বসানো যায়, তাহলে আগামী বছরের জুলাই মাসের মধ্যে সেতুর ৪১টি স্প্যান বসানো কাজ শেষ হবে।

সেতুর মাওয়া প্রান্তে ১৮ ও ১৯ নম্বর পিলারের ওপর ২০তম ‘৩-এফ’ স্প্যানটি বসানোর কথা রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং কারিগরি কোনো সমস্যা দেখা না দিলে ০ ডিসেম্বরেই ২০তম স্প্যানটি বসবে। আর ২০তম স্প্যান বসানোর পর স্বপ্নের পদ্মা সেতুর মোট তিন কিলোমিটার দৃশ্যমান হবে।

পদ্মা সেতুর প্রকৌশল সূত্রে জানা যায়, সেতুর মোট ৪২টি পিলারের মধ্যে ৩৫টির কাজ সম্পন্ন হয়েছে। সেতুতে ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ১২৫টি স্ল্যাব বসানো হয়েছে। আর ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ৪১০টি রেল স্ল্যাব বসানো শেষ হয়েছে। সেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে ৩৩টি স্প্যান চীন থেকে মুন্সীগঞ্জের মাওয়ায় এসেছে। যার মধ্যে ১৯টি স্প্যান পিলারের ওপর স্থায়ীভাবে বসে গেছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুতে প্রথম স্প্যান ‘৭এ’ ৩৭ ও ৩৮ নম্বর পিলারে বসানো হয়। মূল সেতুর কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি)। আর নদীশাসনের কাজ করছে চীনের আরেক প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে পদ্মা সেতুর কাঠামো।

এই বিভাগের আরও খবর