,

কাশিয়ানীর হাট-বাজারে শীতের সবজি উঠলেও দাম চড়া

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাট-বাজারে শীতের আগাম সবজি উঠতে শুরু করেছে। তবে দাম অনেকটা চড়া। চড়া দামের এসব সবজি কিনতে সীমিত আয়ের মানুষ হিমশিম খাচ্ছেন। তবে সবজির চড়া দামের কারণে স্থানীয় কৃষকরা লাভবান হচ্ছেন।

শুক্রবার (২৫অক্টোবর) কাশিয়ানী উপজেলার সবচেয়ে বড় কাঁচামালের পাইকারী বাজার ভাটিয়াপাড়া ঘুরে দেখা গেছে, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, শিম, বরবটি, মুলা, শালগম, লাউ, শশা, পালংশাক ও ধনেপাতাসহ শীতকালীন সবজির বেশ আমদানি। তবে দাম অনেক চড়া। এখনও বাজারে শীতের সবজির প্রভাব পড়েনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

পেঁয়াজের দাম আবারো বেড়েছে। মাত্র তিন দিনের ব্যবধানে পেঁয়াজের দাম প্রকারভেদে কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। তিন দিন আগেও যে দেশি পেঁয়াজ ৯০ টাকা থেকে ১০০ টাকার বিক্রি হয়েছে তা এখন বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকা দরে। কাঁচা মরিচের পোয়া বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। যা গত সপ্তাহে ছিল ১৫-২০ টাকা। এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দামে ২৫০ গ্রামে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। বৃষ্টির কারণে কাঁচা মরিচের এমন দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

তবে শীতের সবজির আমদানি বাড়লেও গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে অধিকাংশ সবজি। টমেটো প্রতি কেজি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা, শিম ৯০ টাকা, গাজর ও বেগুন ৮০ টাকা, কাঁকরোল ৭০ টাকা, বরবটি, কচুর মুখি ও চিচিঙ্গা ৬০ টাকা, ঢেঁড়স ও পটল ৫০ টাকা, মুলা ৪০ টাকা, করলা ৫৫ টাকা, শসা ৫০ টাকা, পেঁপে ২৫ টাকা, টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, লাউ প্রতি পিছ ৩০ থেকে ৪০ টাকা, ফুলকপি ৪৫ টাকা, বাঁধাকপি ৪০ টাকা এবং আলু ২৮ থেকে ৩০ টাকা।

বাজার করতে আসা এনজিওকর্মী বাদল বিশ্বাস বলেন, ‘বাজারে শীতের সবজি উঠলেও দাম চড়া। ব্যবসায়ীরা তাদের ইচ্ছামতো সবজির দাম হাঁকছেন। তাই আপাতত দেখেই তুষ্ট থাকতে হচ্ছে। শীত পড়লে এসব সবজির দাম কমবে তখন কেনবো।’

ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, শীতের আগাম সবজির সরবরাহ বেড়েছে। আশা করছি শিগগির সবজির দাম কমে যাবে। তবে দুই দিন ধরে যে বৃষ্টি হচ্ছে, তাতে কিছু কিছু জিনিসের দাম বেড়েছে।

এই বিভাগের আরও খবর