জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনায় ক্ষতিগ্রস্থ ও কর্মহীন ভ্যান-ইজিবাইক চালকদের মাঝে করোনা দুর্যোগকালীন সরকারি নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার তিলছড়া বাজারে ওড়াকান্দি ইউনিয়নের ৪২০ চালকের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন ইউপি চেয়ারম্যান মো. বদরুল আলম বিটুল।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. ওলিয়ার রহমান, মো. মন্টু মোল্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
ইউপি চেয়ারম্যান বদরুল আলম বিটুল বলেন, ‘করোনায় মহামারিতে ক্ষুদ্র যান চালকদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছেন অনেক ভ্যান-ইজিবাইক চালক। এসব চালকরা কষ্টে দিনযাপন করছেন। সে কারণে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তাদেরকে প্রত্যেককে নগদ ৫শ’ করে টাকা দেয়া হয়েছে।’