জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের মিঠামইনে বেড়াতে গিয়ে হাওরের পানিতে নেমে এক যুবক নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।
নিখোঁজ ব্যক্তির নাম মো. হিমেল (২৬)। বুধবার (১৩ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার হাসনপুর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
নিখোঁজ হিমেল কিশোরগঞ্জ শহরের গাইটাল নামাপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী বলেন, বুধবার হাওরের পানিতে গোসল করতে নেমে এক যুবক নিখোঁজের সংবাদ পাই। বৃহস্পতিবার ভোরে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করবে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে হিমেল ও তার পরিবারের লোকজন করিমগঞ্জের বালিখলা ঘাট থেকে ভাড়া ট্রলারে করে মিঠামইন হাওরে ঘুরতে যান। সারাদিন হাওর ঘুরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে মিঠামইনের হাসনপুর ব্রিজের কাছে গোসল করতে পানিতে নামেন হিমেল ও তার দুই বন্ধু। দুই বন্ধু পাড়ে উঠলেও প্রবল স্রোতে তলিয়ে যায় হিমেল।