,

হাইকোর্টে বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন জমা

বিডিনিউজ ১০ ডটকমনারায়ণগঞ্জে কিশোরী দিশা মনির জীবিত ফিরে আসার ঘটনায় আসামিদের নির্যাতন করে হত্যার স্বীকারোক্তি নিয়েছে পুলিশ।

হাইকোর্টে এমন প্রতিবেদন জমা দিয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। এই প্রতিবেদনের উপর হাইকোর্টের শুনানি ১৩ই জানুয়ারি। এ বিষয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চে শুনানি হবে।

গত ৪ঠা জুলাই নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় ১৫ বছরের কিশোরী। ৬ই আগস্ট নারায়ণগঞ্জ সদর মডেল থানায় কিশোরীর বাবা মামলা করেন।

মামলায় তিনি অভিযোগ করেন, তার মেয়েকে স্কুলে আসা-যাওয়ার পথে আব্দুল্লাহ নামের একজন উত্ত্যক্ত করতেন। এই ঘটনায় পুলিশ অটোরিকশা চালক রকিব, আব্দুল্লাহ ও খলিলকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদ শেষে তারা নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিলটন হোসেন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের আদালতে জবানবন্দি দেন।

ওই কিশোরী ৫১ দিন পর টাকার জন্য মায়ের মুঠোফোনে যোগাযোগ করলে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

এই বিভাগের আরও খবর