,

স্ত্রীকে নির্যাতন, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি, ফরিদপুর: যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গার দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) মো. শামসুদ্দোহার বিরুদ্ধে।

এ ঘটনায় ফারজানা খন্দকার তুলি নামে ওই নারী ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

তুলি জানান, সন্তানসহ রাজধানীর খিলক্ষেত কনকর্ড টাওয়ারের বাসায় থাকেন তিনি। মা-বাবা অসুস্থ জানিয়ে চিকিৎসার জন্য ৪০ লাখ টাকা স্বামী শামসুদ্দোহা। স্বামীর অত্যাচার সইতে না পেরে ২০২০ সালের ২ নভেম্বর বাবার কাছ থেকে ১৫ লাখ টাকা আনি। সেই টাকা পেয়ে কিছুদিন শান্ত থাকার পর ফের সে টাকা চায়। টাকা দিতে না পারায় গত ৪ ফেব্রুয়ারি শামসুদ্দোহা খাটের কাঠ দিয়ে পিটিয়ে আমার মেরুদণ্ডের হাড় ভেঙে দেয়। হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে সন্তানদের নিয়ে ফরিদপুরে মা-বাবার সঙ্গে গ্রামের বাড়িতে আছি।

অভিযোগের বিষয়ে পুলিশ কর্মকর্তা শামসুদ্দোহা বলেন, মামলার বিষয়টি আমার জানা নেই। তাই এ বিষয়ে কোনো কিছু বলতে পারছি না।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, পুলিশ কর্মকর্তার স্ত্রী ফারজানা খন্দকারের করা মামলা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আদালতের অনুমতি পাওয়ার পর আসামিকে গ্রেপ্তার করা হবে।

এই বিভাগের আরও খবর