,

সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উদযাপন

আন্তর্জাতিক: সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা আজ উদযাপন করছে ঈদ উল ফিতর। তবে বৈশ্বিক করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ বছর সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে উদযাপিত হচ্ছে ঈদ। মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকার বেশ কিছু দেশের সাথে এশিয়ার কয়েকটি দেশেও আজ ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে।

করোনাভাইরাসের বিস্তার রোধে ঈদের ছুটিতে ২৪ ঘণ্টার কারফিউ ঘোষণা করেছে সৌদি সরকার। শনিবার ঈদের শুভেচ্ছা জানিয়ে বর্তমান পরিস্থিতিতে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাই মূল লক্ষ্য বলে জানান সৌদি বাদশাহ সালমান। এজন্য ঈদের নামাজ নিজ নিজ ঘরে আদায় করার পরামর্শ দেন তিনি।

এদিকে ঈদে সব রকমের জনসমাগমে নিষেধাজ্ঞা থাকলেও সকালে ইন্দোনেশিয়ায় ঈদের জামাতে অংশ নিয়েছে কয়েকশো মানুষ। এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারা বিশ্বের মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই বিভাগের আরও খবর