জেলা প্রতিনিধি, গাজীপুর: খামারের বেড়া কেটে তিনটি মুরগি চুরির অভিযোগে দুই যুবককে প্রকাশ্যে পেটানোর ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য রাশেদুল হককে আটক করা হয়েছে।
মারধরের ভাইরাল হওয়া ভিডিও দেখে মঙ্গলবার রাতে তাকে আটক করে জয়দেবপুর থানা পুলিশ। তিনি গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য। এ দৃশ্যের ভিডিও ধারণ করায় আরেক যুবক তাঁর হাতে নির্যাতনের শিকার হয়েছেন। ভিডিওটি মঙ্গলবার ফেসবুকে ভাইরাল হয়।
রাশেদুল হক দুই যুবককে পেটানোর কথা স্বীকার করেছেন। সমকালকে তিনি জানান, ভিডিও ধারণ করায় আরেক যুবককেও তিনি পিটিয়েছেন। নির্যাতনের শিকার তিন যুবকের পরিচয় জানা যায়নি।
এ প্রসঙ্গে ইউপি সদস্য বলেন, এটা তো গত বুধবারের ঘটনা। ভয় দেখানোর জন্য দুই চোরকে দু-একটা আঘাত করেছি। সে দৃশ্য ধারণ করায় আরেক যুবককেও মারধর করেছি।
স্থানীয়রা জানান, এমন ঘটনা এটাই প্রথম নয়। ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই লোকজনকে কারণে অকারণে প্রকাশ্যে তিনি মারধর করেন। এর প্রতিবাদ করার কেউ নেই। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রাশেদুল।
জয়দেবপুর থানার পরিদর্শক মাহতাব উদ্দিন বলেন, ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে এ ঘটনায় বাদীকে খুঁজে পাচ্ছি না। নির্যাতিতদের জন্য তাঁর দরজা খোলা। পুলিশের একটি টিম তাঁদের খুঁজছে আইনি সহায়তা দেওয়ার জন্য।