,

সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ৮৩ তম মৃত্যু বার্ষিকী আজ

বিডিনিউজ ১০ ডটকমদেবদাস, শ্রীকান্ত কিংবা কিরনময়ীর মত চরিত্র যাদের হাতে সৃষ্টি, সেই সৃষ্টিশীল সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ৮৩ তম মৃত্যু বার্ষিকী আজ।

১৯৩৮ খ্রিস্টাব্দের ১৬ জানুয়ারি ৬১ বছর বয়সে কলকাতার পার্ক নার্সিং হোমে মৃত্যু বরণ করেন বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

১৮৭৬ সালে পশ্চিমবঙের হুগলী জেলায় জন্মগ্রহণ করেন এই অপরাজেয় লেখক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যের হাতেখড়ি হয় ভাগলপুরে। বাংলা ভাষা বাদে তার লেখা বহু ভারতীয় ও বিদেশী ভাষায় অনূদিত হয়েছে। শরৎচন্দ্রের সাহিত্য কর্মকে নিয়ে ভারতীয় উপমহাদেশের প্রায় পঞ্চাশটি চলচিত্র বিভিন্ন ভাষায় তৈরি হয়েছে।

১৯৩৭ খ্রিস্টাব্দে তাঁর যকৃতের ক্যান্সার ধরা পড়ে, যা তাঁর পাকস্থলী পর্যন্ত ছড়িয়ে পড়ে। ১৯৩৮ খ্রিস্টাব্দের ১৬ই জানুয়ারি সকাল দশটায়  শরৎচন্দ্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এই বিভাগের আরও খবর