,

সাবেক ছাত্রলীগ নেতা হেলাল হত্যার প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে ফুটবলার ও এম এ খালেক কলেজের সাবেক ছাত্রনেতা শরিফুল ইসলাম হেলাল হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

রোববার (২৩ মে) উপজেলার মাজড়া বাজারে সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন এলাবাকাসী।

এতে এলাকার কয়েক শ’ নারী-পুরুষ ও নিহতের স্বজনেরা অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন মহেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নিহত হেলালের মা শাহিনা বেগম, স্ত্রী মুক্তা বেগম, বোন লাকি বেগম, আখি বেগম, ভাই খায়রুল আলম শামীম শেখ, জুন্নু শেখ, সোহাগ শেখ, আলিম মোল্যা প্রমুখ।

এ সময় বক্তারা শরিফুল ইসলাম হেলাল হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, ১৭ মে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাশিয়ানী উপজেলার হিরোণ্যকান্দি গ্রামের শরিফুল ইসলাম হেলাল প্রতিপক্ষের লোকজনের হাতে নৃশংসভাবে খুন হন। ঘটনার পরের দিন মঙ্গলবার (১৮ মে) নিহতের ভাই মো. খায়রুল আলম শামীম বাদী হয়ে কাশিয়ানী থানায় ২২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এই বিভাগের আরও খবর