কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ভোরের পাতার প্রতিনিধি সেকেন্দার আলম শেখের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কাশিয়ানী প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মে) সকাল ১০ টায় প্রেসক্লাবের আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মুন্শী ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, দৈনিক নবচেতনার কাজী ওমর হোসেন, নয়া দিগন্তের চৌধুরী আবু তালেব, দৈনিক পথযাত্রার মো. মিকাইল মিয়া, অর্থনীতির কাগজের মো. সালাউদ্দিন সুজন, দৈনিক খবরপত্রের মো. তাইজুল ইসলাম টিটন, যুগান্তরের মো. লিয়াকত হোসেন লিংকন, দৈনিক বর্তমান গোপালগঞ্জের মো. বিপ্লব হোসেন, কালের চাকার পরশ উজির, দৈনিক নতুন দিনের পান্নু শিকদার প্রমুখ।
প্রতিবাদ সভায় সাংবাদিক সেকেন্দারের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জানান উপজেলার কর্মরত সাংবাদিকরা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ইফতার শেষে সাংবাদিক সেকেন্দার আলম মোটর সাইকেল যোগে উপজেলার পবনবেগ যাওয়ার পথে অতর্কিত এ হামলার শিকার হন।