,

সাংবাদিকের নামে ডিজিটাল আইনে মামলা প্রত্যাহার দাবি

রংপুর ব্যুরো: তিন সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে (আইসিটি) করা মামলা প্রত্যাহারের দাবি উঠেছে রংপুরে।

রংপুর প্রেসক্লাবের সামনে রোববার দুপুরে মানববন্ধনে এই দাবি জানান সাংবাদিকরা।

মাননবন্ধনে রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ বায়েজীদ আহমেদ বলেন, ‘২০১৯ সালে ভালনারেবল গ্রুপ ফিডিংয়ের (ভিজিএফ) চাল অন্যত্র সরিয়ে রাখার অভিযোগে র‌্যাব-১৩ অভিযান চালিয়ে দ্যপুস্করিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানাকে আটক করেছিলেন।

‘পরে তার বিরুদ্ধে মামলা হয়। ঘটনার কিছুদিন পর ওই মামলায় জামিন পান চেয়ারম্যান। সরকারি নির্দেশনা অমান্য করে এই চেয়ারম্যান ভিজিডি কার্ড নিয়ে আত্মীয়করণ করে প্রকৃত হতদরিদ্র ও দুস্থদের বঞ্চিত করেছেন।’

এই অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় চেয়ারম্যান ক্ষুব্ধ হয়ে তার প্রভাবশালী এক স্বজনকে দিয়ে মামলা করিয়েছেন বলে অভিযোগও করেন তিনি। বলেন, ‘তিন সাংবাদিক দৈনিক মানবকণ্ঠের রংপুর প্রতিনিধি মহিউদ্দিন মখদূমী, দেশ রূপান্তরের প্রতিনিধি মামুনুর রশিদ মামুন এবং অনলাইন নিউজপোর্টাল ঢাকাপোস্টের নীলফামারী প্রতিনিধি শরিফুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। অথচ চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসনের তদন্ত কমিটি। এর পরেও হয়রানি করতে মামলা করা হয়েছে।’

রংপুরের সিনিয়র সাংবাদিক একটি বেসরকারি টেলিভিশনের রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদল

দ্রুত মামলা প্রত্যাহার এবং দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চেয়ারম্যানের সব অনিয়ম, দুর্নীতি ও অর্থের উৎস খতিয়ে দেখার আহ্বান জানান। একই সঙ্গে আগামী ৭২ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।

মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শ্রী বাবলু নাগ বলেন, ‘মামলা প্রত্যাহার ও ইউপি চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতি তদন্তে দুদকের হস্তক্ষেপ চাইছি। অন্যথায় বৃহৎ আন্দোলন কর্মসূচি ডাকা হবে।’

মানববন্ধনে বক্তব্য রাখেন, রংপুর সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মিলন আল মামুনসহ আরও অনেকে।

এই বিভাগের আরও খবর