,

সরকার ষড়যন্ত্র করে সংঘর্ষ বাঁধিয়েছে: নিপুণ রায়

বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী

বিডিনিউজ ১০ ডটকম ডেস্ক: সরকার নয়াপল্টনে ষড়যন্ত্র করে সংঘর্ষ লাগিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী। আজ বুধবার (১৪ নভেম্বর) বেলা পৌনে ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী বলেন, ‘আজকে পল্টন ময়দানে গত দুইদিনের বিএনপির ঢল নেমেছে। মনোনয়ন নিয়ে নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে রয়েছে। পল্টন ময়দানে গত দুইদিনে লাখ লাখ নেতাকর্মী এখানে ভিড় করছেন। এতে শেখ হাসিনার গাত্রদাহ হয়েছে। আর হাসিনা এখানে লোক পাঠিয়েছে। এবং পুলিশের ওপর একটি বোতল নিক্ষেপ করেছে।’

সংঘর্ষ কেন বাঁধল এমন প্রশ্নে নিতাই রায় চৌধুরী বলেন, ‘আমাদের নেতাকর্মীদের মধ্যে সরকারের সন্ত্রাস বাহিনী লোকজন ঢুকে পড়ে এবং পুলিশের ওপর বোতল নিক্ষেপ করে। সেই বোতল নিক্ষেপ কেন্দ্র করে এ সংঘর্ষ বাঁধে। তারা ষড়যন্ত্র করে সম্পূর্ণভাবে এটি ঘটানো হয়েছে। আপনারা গত দুই দিন ধরে দেখেছেন, এখানে কোনো সংঘর্ষ ঘটে নেই।’

এই বিভাগের আরও খবর