জেলা প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের সালথায় সরকারি স্কুলের বেশ কিছু আসবাবপত্র টেন্ডার ছাড়াই বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে স্কুল কমিটির সভাপতি ও এক শিক্ষকের বিরুদ্ধে। ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।
সালথার পুরুরা সাধুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ১৯ জুলাই আসবাব বিক্রির ঘটনা ঘটেছে। বিষয়টি জানাজানি হলে রোববার ওই শিক্ষককে শোকজ করা হয়।
অভিযুক্তরা হলেন স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি ইদ্রিস মোল্লা ও সহকারী শিক্ষক পিকুল হোসেন।
স্থানীয়দের বরাতে সালথা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান বলেন, ‘স্কুলের পুরোনো একটি ঘরের কিছু আসবাবপত্র বিক্রি করেছে বলে জানতে পেরেছি। পরে বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার স্যারকে জানালে স্যার এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।’
খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়টির পুরোনো ঘরের ২৬ জোড়া বেঞ্চ, ২৫ পিস টিন, দুটি দোলনা ও বেশ কিছু লোহার অ্যাঙ্গেল টেন্ডার ছাড়া বিক্রি করা হয়েছে। সেগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা। স্থানীয়দের অভিযোগ, গত ১৯ জুলাই স্থানীয় বাজারে আসবাবগুলো বিক্রি করেন সভাপতি ও স্কুলশিক্ষক।
অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষক পিকুল বলেন, ‘এটা আমি একা বিক্রি করিনি। স্কুল কমিটির সভাপতিসহ ম্যানেজিং কমিটির অন্য সদস্যরা বসে রেজুলেশন করে সিদ্ধান্ত নিয়ে বিক্রি করা হয়েছে।’
স্কুল কমিটির সভাপতি ইদ্রিস বলেন, ‘স্কুলে সবাইকে নিয়ে বসে রেজুলেশন করে আসবাবপত্রগুলো বিক্রি করা হয়েছে। আমরা ম্যানেজিং কমিটি, স্কুলটির সব শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে বিষয়টি সমাধান হয়েছে। এটা নিয়ে আর লেখালেখি না করলেই হয়।’
স্কুলটির প্রধান শিক্ষক শামসুল হক বলেন, ‘আমি ওইদিন একটা জরুরি মিটিংয়ে স্কুলের বাইরে থাকায় আমি ঘটনাটি জানি না। আমাকে না জানিয়েই আসবাবপত্রগুলো বিক্রি করা হয়েছে।’
সালথা উপজেলা শিক্ষা কর্মকর্তা নিয়ামত হোসেন বলেন, ‘আমাকে জানানো হলে শিক্ষক পিকুল হোসেনকে শোকজ করা হয়েছে। এ ছাড়া স্কুলটির আসবাবপত্র বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়েছে।’