,

সন্ধ্যার পর রাস্তায় বের হওয়ায় কাশিয়ানীতে ২৬ শিক্ষার্থী আটক

কাশিয়ানী প্রতিনিধি: সন্ধ্যার পর রাস্তায় বের হওয়ায় গোপালগঞ্জের কাশিয়ানীতে ২৬ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, ‘কিশোর গ্যাং, চুরি ও ছিনতাই প্রতিরোধে পুলিশ সুপারের নির্দেশে রাত ৯ টার পর পাড়া-মহল্লার রাস্তায় কোন শিক্ষার্থীকে পেলেই আইনি ব্যবস্থা নেয়া হবে। এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৬ শিক্ষার্থীকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

তিনি আরো বলেন, অহেতুক কোন শিক্ষার্থী সন্ধ্যার পর বাইরে বের না হয় এ জন্য অভিভাবকদের সচেতন থাকতে হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর