,

শ্রীমঙ্গলে এক ইউনিয়নে নৌকা আরেকটিতে ধানের শীষের বিজয়

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত ভূনবীর ও মির্জাপুর দুটি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে একটিতে আওয়ামী লীগ এবং অন্যটিতে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দুই ইউনিয়নের ১৯ ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে ভূনবীর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবদুর রশিদ নৌকা প্রতীকে ৬ হাজার ৪৬৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাউসার আহমেদ অটোরিকশা প্রতীকে ৩ হাজার ১৫৪ ভোট পান।

অন্যদিকে মির্জাপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে লড়াই করে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছেন মো. সুফি মিয়া।

তিনি আওয়ামী লীগ প্রার্থী অপূর্ব চন্দ্র দেবকে ৪৯৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন। বিজয়ী সুফি মিয়ার প্রাপ্ত ভোট সংখ্যা ৬ হাজার ৯৬১ এবং নিকটতম আওয়ামী লীগ প্রার্থী অপূর্ব চন্দ্র দেবের প্রাপ্ত ভোট সংখ্যা ৬ হাজার ৪৬৬। রাত ৮টার দিকে উপজেলা রিটার্নিং অফিসার তপন জ্যোতি অসীম এ ফল ঘোষণা করেন।

নির্বাচনে মির্জাপুর ইউনিয়নে ৬৬.১০ ও ভূনবীর ইউনিয়নে ৫৮.৮৪ ভাগ ভোট পড়েছে।

এই বিভাগের আরও খবর