,

শেরপুরের নকলা মুক্ত দিবস আজ

শেরপুর প্রতিনিধি: আজ ৯ই ডিসেম্বর। শেরপুরের নকলা হানাদার মুক্ত দিবস।

১৯৭১ সালের এদিনে ভারতীয় মিত্র বাহিনীর সদস্য মেজর বানাজিৎ সিং ত্যাগী ও ব্রিগেডিয়ার সনাতন সিংয়ের উদ্যোগে মুক্তিযোদ্ধারা মরনপণ যুদ্ধ করে পাকিস্তানি বাহিনী এবং তাদের এদেশীয় দোসরদের পরাজিত করে নকলা উপজেলাকে মুক্ত করেন।

ওই সময় মুক্তিবাহিনীর কোম্পানি কমান্ডার আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে টু-আইসি আব্দুর রশিদ ও সিকিউরিটি অফিসার একলিম শাহ্সহ তিন শতাধিক বীর মুক্তিযোদ্ধা নকলাকে হানাদার মুক্ত করতে সম্মুখ যুদ্ধে অংশ নেন।

মুক্তিযোদ্ধাদের হামলায় পাকিস্তানি বাহিনী পিছু হটলেও ১শ’ ৩০ জন রাজাকার ও আলবদরকে মুক্তিযোদ্ধারা বন্দি করেন এবং অবশিষ্ট রাজাকার ও আলবদর পালিয়ে যায়। পরদিন আব্দুল হক চৌধুরীর কাছে ১শ’ ১৭ জন রাজাকার ও আলবদর ১শ’ ১০টি অস্ত্রসহ আত্মসমর্পণ করে। আর এভাবেই মুক্ত হয় শেরপুরের নকলা উপজেলা।

এই বিভাগের আরও খবর