,

শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে দু’দিনব্যাপী ৫০তম শীতকালীন জাতীয় স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকালে উপজেলার গিরীশ চন্দ্র উচ্চ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, ওসি মোহাম্মাদ মাসুদ রায়হান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আলী খোকন, আ’লীগের দপ্তর সম্পাদক শহীদুল খন্দকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম, একাডেমিক কর্মকর্তা শিউলি হালদারসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর