,

মোরেলগঞ্জে জাতীয় শোক দিবসে নানা কর্মসূচি পালন

জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্যে পালন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, জাতির পিতার ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা।

উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, এ্যাড. মনিরুল হক তালুকদার,  কমিশনার (ভূমি) কর্মকর্তা মো.আলী হাসান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. লিয়াকত আলী খান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, জেলা পরিষদ সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার, প্রেসক্লাব সভাপতি এইচ এম মইনুল ইসলাম ।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অপর্ন , পৌর পার্কে আলোচনা সভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষ্যে মোরেলগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে দুঃস্থ অসহায় ২১০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন  মোরেলগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম এবিএম মিজানুর রহমান।

এই বিভাগের আরও খবর