,

‘মোবাইল কিনে’ না দেয়ায় কিশোরের আত্মহত্যা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবার ওপর অভিমান করে আকাশ মন্ডল (১৮) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) ভোরে উপজেলার পাটগাতি ইউনিয়নের চিংগড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আকাশ ওই গ্রামের লক্ষ্মণ মন্ডলের ছেলে। সে পরিবারের সাথে গ্রামের সনাতন ধর্মীয় অনুষ্ঠানে গান গাইতো।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

টুঙ্গিপাড়া থানার ওসি (তদন্ত) তন্ময় মন্ডল জানান, আকাশ বাবার কাছে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য বায়না ধরে। বোরো ধান উঠার পর তার বাবা মোবাইল ফোন কিনে দিতে চান। এতে সে বাবার ওপর অভিমান করে বাড়ির পাশে বরই গাছের ডালের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা দেখে দৌড়ে এসে ফাঁস খুলে গাছ থেকে নামিয়ে মৃত অবস্থায় দেখতে পান।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাুবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

-লিয়াকত হোসেন লিংকন

 

 

এই বিভাগের আরও খবর