,

মেয়েকে যৌন হয়রানি, বাবার বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি, নোয়াখালী:  নোয়াখালীর চাটখিল উপজেলায় নিজের মেয়েকে (১৮) যৌন হয়রানির অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা হয়েছে।

অভিযুক্তের নাম মোস্তফা কামাল লিটন (৪০)। তিনি উপজেলার ৬ নম্বর পাচগাঁও ইউনিয়নের মৃত নুরুল ইসলামের ছেলে।

সোমবার (২৫ জুলাই) দুপুরে এ ঘটনায় অভিযুক্তের স্ত্রী বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ৮ জুলাই রাত সাড়ে ১২টার দিকে ভিকটিম ঘুম থেকে উঠে টয়লেটে যাওয়ার সময় অভিযুক্ত মোস্তফা কামাল মেয়েকে জড়িয়ে ধরে স্পর্শকাতর জায়গায় হাত দেন এবং যৌন হয়রানির চেষ্টা করেন। বিষয়টি দৃষ্টিগোচর হয় মায়ের। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ৮টার দিকে তার স্ত্রী ও ছেলে তাকে এ ধরনের কাজ করতে নিষেধ করেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে তাদের মারধর করেন।

চাটখিল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভিকটিমের বাবা ও কাকা দিদারুল আলমকে (৩৫) আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।

এই বিভাগের আরও খবর