,

মুজিব শতবর্ষ উপলক্ষে কাশিয়ানীতে ক্রিকেট খেলার উদ্বোধন

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে ৩২ দলীয় কে. কে. প্রিমিয়ার লীগ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় উপজেলার পোনা মাদ্রাসা মোড় মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।

কাশিয়ানী-খায়েরহাট যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন আনু।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহসীন শেখ, সহ-সভাপতি মনোয়ার হোসেন মনো, সমাজসেবক করম আলী শিকদার, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল আলম মুন্না প্রমুখ।

খেলায় প্রথম পুরস্কার ফ্রিজ, ২য় পুরস্কার হিসেবে রয়েছে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন।

এই বিভাগের আরও খবর