কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে ৩২ দলীয় কে. কে. প্রিমিয়ার লীগ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় উপজেলার পোনা মাদ্রাসা মোড় মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।
কাশিয়ানী-খায়েরহাট যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন আনু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহসীন শেখ, সহ-সভাপতি মনোয়ার হোসেন মনো, সমাজসেবক করম আলী শিকদার, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল আলম মুন্না প্রমুখ।
খেলায় প্রথম পুরস্কার ফ্রিজ, ২য় পুরস্কার হিসেবে রয়েছে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন।