জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: পূর্বশত্রæতার জের ধরে গোপালগঞ্জের মুকসুদপুরে ইরাদত শেখ (৪০) নামে এক বাস টিকিট কাউন্টারম্যানকে কুপিয়ে মারাত্মক আহত করেছেন প্রতিপক্ষের লোকেরা।
গত শক্রবার (২২ জুলাই) দুপুরে উপজেলার দক্ষিণ জলিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুত্বর আহত ইরাদতকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পাঁচজনকে আসামী করে ভূক্তভোগীর ভাই লিয়াকত আলী শেখ বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
অভিযোগে জানান গেছে, এরাদত শেখ নিজ বাড়ি থেকে জলিরপাড় বাসষ্ট্যান্ডে তার ভাইয়ের মুদি দোকানে যাচ্ছিলেন। এ সময় একই এলাকার সমীর হালদার, সজল হালদার, সঞ্জয় হালদার ও সমর হালদারসহ ৮/১০ জন লোক সংঘবদ্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ সময় তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় ওই হামলাকারীরা। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামীদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।’